২২. পৌরাণিক পুরুষ ও নারী উভয় চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক
(The etymological radical of the mythological both male and female character)
ভূমিকা (Introduction)
শ্বরবিজ্ঞানের ‘পৌরাণিক চরিত্রায়ন সত্তা সারণী’তে ৯৯টি মূলক পরিবার রয়েছে। তারমধ্যে পৌরাণিক পুরুষ ও নারী উভয় চরিত্রই নির্মাণ করা হয় এমন পরিবারের সংখ্যা ৫৮টি। যথা; ২. অতীতকাহিনী ৩. অন্যায় ৪. অবিশ্বাসী ৫. অর্ধদ্বার ৬. অশান্তি ৭. আগধড় ৮. আয়ু ৯. আশীর্বাদ ১০. আশ্রম ১৩. উপস্থ ১৪. উপহার ১৭. কাম ১৮. কামরস ২০. কৈশোরকাল ২১. গবেষণা ২২. গর্ভকাল ২৩. চক্ষু ২৫. চিন্তা ২৬. জন্ম ৩০. ডান ৩১. তীর্থযাত্রা ৩৩. দেহ ৪১. ন্যায় ৪২. পঞ্চ বায়ু ৪৩. পঞ্চ রস ৪৬. পাঁচশতশ্বা স ৪৭. পাছধড় ৫১. প্রকৃত পথ ৫৩. প্রয়াণ ৫৪. প্রসাদ ৫৬. বন্ধু ৫৭. বর্তমান জন্ম ৫৯. বসন ৬১. বার্ধক্য ৬৪. বিশ্বাসী ৬৭. ব্যর্থতা ৭২. মনোযোগ ৭৩. মানুষ ৭৪. মুমুর্ষুতা ৭৫. মুষ্ক ৭৬. মূত্র ৭৭. মূলনীতি ৭৮. মোটাশিরা ৭৯. যৌবন ৮০. যৌবনকাল ৮৩. রজপট্টি ৮৫. শত্রু ৮৬. শান্তি ৮৭. শুক্র ৮৯. শুক্রপাত ৯০. শুক্রপাতকারী ৯১. শেষ প্রহর ৯৩. সন্তান ৯৪. সন্তানপালন ৯৫. সপ্ত কর্ম ৯৭. স্ফীতাঙ্গ ও ৯৮. স্বভাব ৯৯. হাজার শ্বাস। এই ৫৮টি পরিবার দ্বারা সারাবিশ্বের সব শ্বরবিজ্ঞান ও পুরাণের পুরুষ ও নারী উভয় চরিত্রই নির্মাণ করা হয়। সারাবিশ্বের শ্বরবিজ্ঞান ও পুরাণ সৃষ্টির ইতিহাসে এখনও ব্যত্যয় দেখা যায় নি।
পৌরাণিক পুরুষ ও নারী চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক সত্তার সংজ্ঞা
(Definition of the etymological radical entity of mythological both male and female character)
‘পৌরাণিক চরিত্রায়ন সত্তা সারণী’র যে ‘পৌরাণিক মূলক সত্তা’র রূপক নামে মানবায়ন করে পৌরাণিক দেবতা/ পুরুষ অথবা দেবী/ নারী চরিত্র নির্মাণ করা হয় তাকে পৌরাণিক পুরুষ ও নারী উভয় চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক সত্তা বলে। যেমন; ৮৭. শুক্র। অর্থাৎ; শুক্র হতে সীতা।
পৌরাণিক পুরুষ ও নারী চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক সত্তা সারণী
(Table of the etymological radical entity of mythological both male and female character)
ক্রম |
মূলক | রূপক | উপমান | চারিত্রিক | ছদ্মনাম |
সত্তা প্রাধান্য |
২. | অতীতকাহিনী | ইতিহাস | কাহিনী | ইতিবৃত্ত | ইতিকথা | রূপকপ্রধান |
৩. | অন্যায় | পাপ | দুর্নীতি | দুর্নয়ী | কল্মষ | রূপকপ্রধান |
৪. | অবিশ্বাসী | নাস্তিক | যবন | রূপকপ্রধান | ||
৫. | অর্ধদ্বার | গুপ্তপথ | চোরাগলি | খড়কি | খড়খড়ি | রূপকপ্রধান |
৬. | অশান্তি | নরক | নরকযন্ত্রণা | অবীচি | নিরয় | রূপকপ্রধান |
৭. | আগধড় | পশ্চিম | দ্যুলোক | গগন ও প্রতীচী | অস্তপাট ও অস্তাচল | রূপকপ্রধান |
৮. | আয়ু | বেলা | সময় | পরমায়ু | কাল২ | রূপকপ্রধান |
৯. | আশীর্বাদ | বর | সদিচ্ছা | আশীব ও বরদ | আশিস ও গুরুবল | রূপকপ্রধান |
১০. | আশ্রম | তপোবন | ভজনালয় | বিহার | রূপকপ্রধান | |
১৩. | উপস্থ | কণ্ডনি | ঘানি ও তপলোক | জনিত্র ও মধুমালা | দ্বাপর ও ভগবান | ছদ্মনামপ্রধান |
১৪. | উপহার | দক্ষিণা | সম্প্রদান | পার্বণী | পণ | রূপকপ্রধান |
১৭. | কাম | উপাসনা | পর্যটন, ভ্রমণ ও যজ্ঞ | আহব, উদ্বন্ধন ও পূজা | তাপন, পাশাখেলা ও বাইচালি | রূপকপ্রধান |
১৮. | কামরস | ঘোষক১ | তীর ও পাথর | অনীক ও উল্কা | উষ্ণজল ও বিজলা | উপমানপ্রধান |
২০. | কৈশোরকাল | বনবাস | মৃতবৃক্ষ | নিষ্কলুষ | শুক্রবার | উপমানপ্রধান |
২১. | গবেষণা | তপস্যা | ভাড়া | সাঞ্জোয়া | সাধনা | ছদ্মনামপ্রধান |
২২. | গর্ভকাল | দ্বীপান্তর | দেশান্তর | নির্বাসন | রূপকপ্রধান | |
২৩. | চক্ষু | দ্রষ্টা | নয়ন | দৃষ্টি | মূলকপ্রধান | |
২৫. | চিন্তা | যোগ | স্বপ্ন | স্বপন | ধ্যান | মূলকপ্রধান |
২৬. | জন্ম | পুনরুত্থান | ফেরা ও ভাসা | প্রবসন ও মন্বন্তর | পুনর্জীবন ও সম্মেলন | রূপকপ্রধান |
৩১. | ডান | দক্ষিণ | সূর্যশ্বাস | অবাচী | পিঙ্গলা | রূপকপ্রধান |
৩২. | তীর্থযাত্রা | নিষ্কামিতা | জিগীষা | মুমুক্ষা | তীর্থভ্রমণ | মূলকপ্রধান |
৩৪. | দেহ | পৃথিবী | অশ্ব, গাড়ি, জাহাজ, তরী, বৃক্ষ ও হাতি | কানন, পাহাড়, বপু, বিপিন, ব্রজ ও ভুবন | দেবালয়, বিশ্ব, মন্দির, রথ১, শাস্ত্র ও স্বর্গালয় | উপমানপ্রধান |
৪১. | ন্যায় | পুণ্য | ভালোকর্ম | পুণ্যাত্মা | রামরাজ্য | রূপকপ্রধান |
৪২. | পঞ্চবায়ু | অসু | পঞ্চপ্রাণ | মূলকপ্রধান | ||
৪৩. | পঞ্চরস | পাণ্ডব | পাঁচভাই | পাঞ্চিতা | পঞ্চরত্ন | মূলকপ্রধান |
৪৬. | পাঁচশতশ্বাস | পাঁচশতবছর | অর্ধবেলা | ক্ষুল্ল | স্বল্প | মূলকপ্রধান |
৪৭. | পাছধড় | পূর্ব | মর্ত্য | নাবাল | পৈথান | রূপকপ্রধান |
৫১. | প্রকৃতপথ | পরম্পরা | কুলক্রম | কুলুজি | রূপকপ্রধান | |
৫৩. | প্রয়াণ | তিরোধান | লোকান্তর | মরা৬ | রূপকপ্রধান | |
৫৪. | প্রসাদ | ভোগ | অর্ঘ | নৈবেদ্য | রূপকপ্রধান | |
৫৬. | বন্ধু | মিত্র | সখা | মূলকপ্রধান | ||
৫৭. | বর্তমানজন্ম | ইহকাল | ইহধাম | ইহলোক | রূপকপ্রধান | |
৫৯. | বসন | লেংটি | তেনা | চীবর | ছাদন | রূপকপ্রধান |
৬১. | বার্ধক্য | অচল | শুকনাগাছ | রূপকপ্রধান | ||
৬৪. | বিশ্বাসী | আস্তিক | ধর্মপরায়ণ | ধর্মপ্রাণ | ধর্মভীরু | রূপকপ্রধান |
৬৭. | ব্যর্থতা | পরাজয়তা | অধঃপতন | বর্থ্য, বিভ্রম | বৈকল্য | চরিত্রপ্রধান |
৭২. | মনোযোগ | নিরীক্ষ | নিহার | বীক্ষণ | ধনুর্বিদ্যা | রূপকপ্রধান |
৭৩. | মানুষ | গাছ১ | চতুষ্পদ ও চাঁদ | শর্মা | উবুদগাছ ও কল্পতরু | রূপকপ্রধান |
৭৪. | মুমুর্ষুতা | নিদান | ভগ্নদশা | গতায়ু | পরপার | রূপকপ্রধান |
৭৫. | মুষ্ক | থলি | অষ্ঠি | অণ্ডাল | শিবঝুলি | রূপকপ্রধান |
৭৬. | মূত্র | গরল | বিষ | চৈনিন | বিস্বাদজল | রূপকপ্রধান |
৭৭. | মূলনীতি | মন্ত্র | বিধান | প্রমাণ | রূপকপ্রধান | |
৭৮. | মোটাশিরা | মধ্যমা | দড়া | বৈয়াম্বু | সুষুম্না | ছদ্মনামপ্রধান |
৭৯. | যৌবন | ঢেউ | সম্পদ | কল্লোল ও হিল্লোল | ঊর্মী ও শ্বফল্ক | মূলকপ্রধান |
৮০. | যৌবনকাল | সেতু | যমমাস | অম্বুবাচি | স্বভাবসেতু | রূপকপ্রধান |
৮৩. | রজপট্টি | রথ২ | ছদ্মনামপ্রধান | |||
৮৫. | শত্রু | রিপু | খর্পর | ষড়্বিধ | অসুর | ছদ্মনামপ্রধান |
৮৬. | শান্তি | স্বর্গ | ময়না | সুখচাঁদ | পাখী৪ | রূপকপ্রধান |
৮৭. | শুক্র | ধন | অমির, আঙ্গুর, ধেনু, নির্যাস, পদ্ম, পিতৃধন ও রুটি | দুর্গা, নারাঙ্গী, বেহুলা, রতী, রাধা, সীতা ও সুন্দরী | আদিপিতা, আদিমানব, আদ্যাশক্তি, দৈত্য২, মহামায়া, মা ও স্বর্গীয়ফল | চরিত্রপ্রধান |
৮৯. | শুক্রপাত | মৃত্যু | অপমৃত্যু | মরা২ | আত্মহত্যা | রূপকপ্রধান |
৯০. | শুক্রপাতকারী | কাপুরুষ | টল | গতাসু | মরা৩ | উপমানপ্রধান |
৯১. | শেষপ্রহর | অর্যমা | সন্ধ্যা | সায়ন্ত, সায়াহ্ন, সায়ন্তিকা | রবিবার | উপমানপ্রধান |
৯৩. | সন্তান | মূর্তি | প্রতিমা | শৈবাল ও সঞ্জীব | অপত্য ও পরকাল | রূপকপ্রধান |
৯৪. | সন্তানপালন | মূর্তিপূজা | প্রতিমাপূজা | সাকারপূজা | রূপকপ্রধান | |
৯৫. | সপ্তকর্ম | সপ্তর্ষি | সপ্তাকাশ | সপ্তক | সপ্তাঙ্গ | রূপকপ্রধান |
৯৬. | সহস্রশ্বাস | সহস্রাব্দ | সহস্রবছর ও সহস্রমাস | শবলাশ্ব ও সহস্রার | কল্প ও দিব্যযুগ | মূলকপ্রধান |
৯৮. | স্ফীতাঙ্গ | ডালিম | বেল ও লাউ১ | কমলা ও তুম্বী | বালিশ১ | রূপকপ্রধান |
৯৯. | স্বভাব | ধর্ম | জাত | নিসর্গ | প্রকৃতি১ | রূপকপ্রধান |
(তথ্যসূত্র; আত্মতত্ত্ব ভেদ (৩য় খণ্ড); লেখক; বলন কাঁইজি)।
০১. পৌরাণিক অশালীন মূলক সত্তা
০২. পৌরাণিক রূপান্তরিত মূলক সত্তা
০৩. পৌরাণিক প্রকৃত মূলক সত্তা
০৪. পৌরাণিক সহযোগী মূলক সত্তা
০৫. পৌরাণিক পরাধীন মূলক সত্তা
০৬. পৌরাণিক স্বাধীন মূলক সত্তা
০৭. পৌরাণিক আদর্শ মূলক সত্তা
০৮. পৌরাণিক অনাদর্শ মূলক সত্তা
০৯. পৌরাণিক মূলক প্রধান মূলক সত্তা
১০. পৌরাণিক রূপক প্রধান মূলক সত্তা
১১. পৌরাণিক উপমান প্রধান মূলক সত্তা
১২. পৌরাণিক চরিত্র প্রধান মূলক সত্তা
১৩. পৌরাণিক ছদ্মনাম প্রধান মূলক সত্তা
১৪. পৌরাণিক বস্তুবাচক মূলক সত্তা
১৫. পৌরাণিক অবস্তুবাচক মূলক সত্তা
১৬. পৌরাণিক বিষয়বাচক মূলক সত্তা
১৭. পৌরাণিক অবস্থাবাচক মূলক সত্তা
১৮. পৌরাণিক ঈশ্বর চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক সত্তা
১৯. পৌরাণিক দেবতা চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক
২০. পৌরাণিক পুরুষ চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক
২১. পৌরাণিক নারী চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক
২২. পৌরাণিক পুরুষ ও নারী উভয় চরিত্রের ব্যুৎপত্তিগত মূলক।