বাঙালী বড় সংখ্যা আবিষ্কার করলেন বলন কাঁইজি

বাঙালী বড় সংখ্যা আবিষ্কার করলেন বলন কাঁইজি
(Bolon kaiji has discovered the Bengali big number.)

ভূমিকা (Introduction)
সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় শতাধিক অঙ্কপাতন পদ্ধতির সন্ধান পাওয়া যায়। তারমধ্যে; কোন গণনা পদ্ধতি সবচেয়ে সহজ এ নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। তারপর; বাঙালী সাধু, সন্ন্যাসী ও ঋষিগণের আবিষ্কৃত এক (১) ও শূন্য (০) দ্বারা সৃষ্ট দশভিত্তিক গণনা পদ্ধতিটিই সবচেয়ে সহজ ও সুন্দর বিবেচিত হয়েছে। অতঃপর; এ পদ্ধতি ক্রমান্বয়ে আন্তর্জাতিক স্বীকৃতিলাভ করেছে। তাই; এখন গর্বের সাথে বলা যায় যে; সারাবিশ্বে যে গণনা পদ্ধতিরই অনুসরণ করা হচ্ছে; তা ভারতবর্ষের অবদান। তা অবশ্যই বাঙালীদের সৃষ্টি। এটা বাঙালী আত্মজ্ঞানী সাধক মনীষীগণের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গৌরব।

বাঙালীদের সর্ব প্রাচীন পুস্তক-পুস্তিকার অন্যতম হলো মহাগ্রন্থ বেদ। যা এখন হিন্দু মতবাদের শাস্ত্রীয় গ্রন্থ নামে পরিচিত। বেদ মোট পাঁচ খণ্ড। যথা; ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ ও আয়ুর্বেদ। পরবর্তীতে আয়ুর্বেদকে মূল শাস্ত্রীয় গ্রন্থ হতে পৃথক করা হয়েছে। যারফলে; শাস্ত্রীয় ও সাম্প্রদায়িক বেদ ৪টি। যথা; ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। যজুর্বেদ সংহিতা সপ্তদশ অধ্যায়ের ২/১ মন্ত্রে বর্ণিত আছে;

“হে অগ্নি! তোমার প্রসাদে এ ইষ্টকগুলো এ লোকে আমার অভিমত ফলদায়ক হোক। তারা এক, দশ, শত, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, নর্বুদ, অব্জ, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, সমুদ্র ও পরার্ধ রূপে বর্তমান। তারা; অন্য জন্মে পরলোকও আমার ইষ্টপদ হোক।” (যবেসসদঅ, ম-২)

এখানে বাঙালী দশভিত্তিক অঙ্কপাতনের ১৭তম স্থান পর্যন্ত মান নির্ধারণ দেখা যায়। যথা; এক, দশ, শত, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, নর্বুদ, অব্জ, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, সমুদ্র ও পরার্ধ। এ হতেই জানা যায়; প্রাচীন বাঙালী ঋষিগণ দশভিত্তিক অঙ্কপাতন সম্পর্কে যথেষ্ট পারদর্শী ছিলেন। গবেষকদের মতে; আনুমানিক খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১০০০ অব্দ নাগাদ; অর্থাৎ; সামবেদ ও অথর্ববেদ সংকলনের সমসাময়িক কালে যজুর্বেদও সংকলিত হয়েছিল। (তথ্যসূত্র; যজুর্বেদ-উইকিপিডিয়া)[২২]

তাহলে; অঙ্কপাতনের এ পদ্ধতি আরো কয়েক শত বছর পূর্ব থেকেই ভারতীয় উপমহাদেশে প্রচলিত ছিল। এ সূত্র হতে এমন অনুমান করা যায় যে; ভারতবর্ষে প্রায় খ্রিস্টপূর্ব ২,০০০ হতে ১,৫০০ অব্দের পূর্বেই দশভিত্তিক অঙ্কপাতনের এ পদ্ধতির উদ্ভব হয়েছিল। অর্থাৎ; প্রাচীন বাঙালী ঋষিগণের দশভিত্তিক অঙ্কপাতন ছিল নিম্নরূপ;

০        ০ একক
১          ১ একক
২          ১০ দশক
৩          ১০০ শতক
৪          ১,০০০ সহস্র
৫          ১০,০০০ অযুত
৬          ১,০০,০০০ লক্ষ
৭          ১০,০০,০০০ নিযুত
৮          ১,০০,০০,০০০ কোটি
৯          ১০০,০০,০০,০০০ অর্বুদ
১০        ১০,০০০,০০,০০,০০০ নর্বুদ
১১         ১০০,০০০,০০,০০,০০০ অব্জ
১২        ১,০০০,০০০,০০,০০,০০০ খর্ব
১৩        ১০,০০০,০০০,০০,০০,০০০ নিখর্ব
১৪        ১০০,০০০,০০০,০০,০০,০০০ পদ্ম
১৫        ১,০০০,০০০,০০০,০০,০০,০০০ শঙ্কু
১৬        ১০,০০০,০০০,০০০,০০,০০,০০০ সমুদ্র
১৭         ১০০,০০০,০০০,০০০,০০,০০,০০০ পরার্ধ।

এছাড়াও; অন্যান্য পুস্তক-পুস্তিকায় আরো কিছু সংখ্যার নাম পাওয়া যায়। যেমন; ওঘ, ওজ, নাইল, নীল, পদ্ম, বিরাট, বিহগ, বৃন্দ, ভদ্র, মহাভদ্র, মহা, মহাশঙ্কু, সমাঙ্কু, সরাট, সরার্ধ ও সসীম। তবে; বড় সংখ্যার বিষয়ে কোনকিছুই জানা যায় নি।

ভারতীয়দের বড় সংখ্যা নির্মাণে ব্যবহৃত নির্দিষ্ট কোনো গুণক নেই
(There is no specific multiplier used to build large number of the Indian)
বর্তমানে বাঙালী আদিম গ্রন্থ বেদ, রামায়ণ, মহাভারত ও পুরাণাদি গবেষণা করে দেখা যায়; একেক ঋষি একেকভাবে মান নির্ধারণ করে অঙ্কপাতন করেছেন। তবে; সবাই যে; দশভিত্তিক অঙ্কপাতন করেছেন; তাতে সন্দেহ নেই। কেবল; অঙ্কের মান নির্ধারণের সময়ে কেউ ধরেছেন; ১০ গুণক। যেমন; ১০ নিযুতে এক কোটি। কোটি পর্যন্ত ১০ গুণক নির্ধারণ করা সবারই ঠিক আছে। কিন্তু; কোটির পর হতে বড় সংখ্যার গুণক ঠিক নেই।

যেমন; কেউ তার নির্ধারিত প্রথম সংখ্যাকে ১০ দ্বারা গুণ করেছেন। যেমন; ১০ নিযুতে ১ কোটি; ১০ কোটিতে ১ অর্বুদ ও ১০ অর্বুদে ১ নর্বুদ ইত্যাদি। আবার; কেউ তার নির্ধারিত প্রথম সংখ্যাকে ১০০ দ্বারা গুণ করেছেন। যেমন; ১০০ কোটিতে ১ অর্বুদ; ১০০ অর্বুদে ১ নর্বুদ ও ১০০ নর্বুদে ১ অব্জ ইত্যাদি। আবার; কেউ তার নির্ধারিত প্রথম সংখ্যাকে ১০০০ দ্বারা গুণ করেছেন। যেমন; ১,০০০ কোটিতে ১ অর্বুদ; ১,০০০ অর্বুদে ১ নর্বুদ ও ১,০০০ নর্বুদে ১ অব্জ ইত্যাদি। আবার; কেউ কেউ মহাগ্রন্থ রামায়ণের ছুতা দিয়ে তার নির্ধারিত প্রথম সংখ্যাকে ১,০০,০০০ দ্বারা গুণ করেছেন। যেমন; ১,০০,০০০ কোটিতে ১ অর্বুদ; ১,০০,০০০ অর্বুদে ১ নর্বুদ ও ১,০০,০০০ নর্বুদে ১ অব্জ ইত্যাদি।

আমরা যদি একটি সাইট দেখাই; তবে; বিষয়টি আরো ভালোভাবে বুঝা যাবে। যেমন; Indian numbering system-Wikipedia. এখানে; ১,০০,০০০কে কোটির গুণক ধরা হয়েছে। যা আন্তর্জাতিক গুণকের সঙ্গে মেলে না। আন্তর্জাতিক গুণক বলতে সামগ্রিকভাবে নির্ধারিত প্রথম সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বুঝানো হয়েছে। এটি অবশ্যই নির্ধারিত সংখ্যা।

আমাদের সংস্কার (Our Reforms)
বাংলা বড় সংখ্যা নির্মাণের ক্ষেত্রে ১,০০০কে গুণক রূপে গ্রহণ করা হয়েছে। কারণ; এর দ্বারা বড় সংখ্যা নির্মাণ ও আন্তর্জাতিক অঙ্গনে সমতা ঠিক রাখা সহজ। উল্লেখ্য; বর্তমানে আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত পাল্লায় (Short scale) ১,০০০ ও দীর্ঘ পাল্লায় (long scale) ১,০০০,০০০ গুণক বিদ্যমান রয়েছে। তাই; এখানে ১,০০০কে গুণক রূপে গ্রহণ করা হয়েছে। যেমন; ১,০০০ সহস্রে ১ নিযুত; ১,০০০ নিযুতে ১ অর্বুদ; ১,০০০ অর্বুদে ১ নর্বুদ ও ১,০০০ নর্বুদে ১ অব্জ।

ভারতীয়দের বড় সংখ্যা নির্মাণে ব্যবহৃত নির্দিষ্ট কোনো গুণ্য নেই
(There is no specific multiplicand used to build large number of the Indians)
ভারতীয়দের বড় সংখ্যা নির্মাণের জন্য গুণ্য সংখ্যাটির নির্ধারণ ঠিক নেই। যারকারণে; পশ্চিমা বিশ্বের বড় সংখ্যাগুলোর সাথে ভারতীয়দের বড় সংখ্যাগুলো একেবারেই মেলে না। ভারতীয় উপমহাদের অধিকাংশ গবেষকই বড় সংখ্যা নির্মাণের জন্য; কোটিকে গুণ্য সংখ্যা রূপে গ্রহণ করেন। তাই; সবাই কোটিকেই ১০; ১০০; ১০০০ ও ১,০০,০০০ দ্বারা গুণ করে। যেমন; ১০ কোটিতে ১ অর্বুদ; ১০০ কোটিতে ১ অর্বুদ; ১,০০০ কোটিতে ১ অর্বুদ ও ১,০০,০০০ কোটিতে ১ অর্বুদ ইত্যাদি। অন্যদিকে; পশ্চিমা বিশ্বের দিকে তাকালে দেখা যায়; বড় সংখ্যার জন্য তাদের প্রায় সবারই গুণ্য সংখ্যাটি মিলিয়ন (Million)। তাঁরা সবাই; আগে পরে মিলিয়নকেই গুণ্য সংখ্যা রূপে নির্ধারণ করে নিয়েছেন। তাই; তাদের বড় সংখ্যার শেষে (One, Ten, Hundred, Thousand) এসব পরিভাষা যুক্ত থাকে না। বরং তাদের সব বড় সংখ্যার শেষে ইলিয়ন (illion) যুক্ত থাকে। যেমন; মিলিয়ন, বিলিয়ন ও ট্রিলিয়ন ইত্যাদি। স্মরণীয় যে; এখানে ব্যবহৃত ইলিয়ন (illion) মিলিয়ন (Million) এর সংক্ষিপ্ত রূপ বিশেষ।

এখন পর্যন্ত বড় সংখ্যার মান নির্ধারণের ক্ষেত্রে আমেরিকা ও কানাডা সহ বিশ্বের অনেক দেশের গুণক সংখ্যা ১,০০০। তাই; তাদের সংখ্যাগুলো পড়ার সময়ে ডান থেকে তিনটি সংখ্যার পর কমা (,) দিয়ে পড়তে হয়। তারা এ রীতিকে সংক্ষিপ্ত পাল্লা (Short scale) বলেন। যেমন; ট্রিলিয়ন (Ttrillion = 1,000,000,000,000)। আমেরিকা, কানাডা ও আধুনিক ব্রিটেনে এ ধারা প্রচলিত রয়েছে।

অন্যদিকে; ঐতিহ্যবাহী ব্রিটেন ও ইউরোপের অনেক দেশে বড় সংখ্যার মান নির্ধারণের ক্ষেত্রে গুণক সংখ্যা ১,০০০,০০০। তাই; তাদের সংখ্যাগুলো পড়ার সময়ে ডান থেকে ছয়টি সংখ্যার পর কমা (,) দিয়ে পড়তে হয়। তারা এ রীতিকে দীর্ঘ পাল্লা (long scale) বলে। যেমন; ট্রিলিয়ন (Ttrillion = 1,000000,000000)। ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশ, পুরোনো ব্রিটিশ এবং ফরাসি কানাডায় এ ধারা প্রচলিত রয়েছে। এ (Indian numbering system-Wikipedia) সাইটটিতে ভালোভাবে দেখুন।

অর্বুদকে (১০ = ১০০,০০,০০,০০০) (Billion) গুণ্য রূপে গ্রহণ করার পর; সন্ধিযোগে অন্যান্য বড় সংখ্যা নির্মাণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে। যেমন; শঙ্ক + অর্বুদ = শঙ্কার্বুদ। সাথে সাথে ১,০০০কে গুণক রূপে গ্রহণ করা হয়েছে। কারণ; এ পদ্ধতির দ্বারা বড় সংখ্যা নির্মাণ ও আন্তর্জাতিক অঙ্গনে সমতা ঠিক রাখা সহজ। উল্লেখ্য; বর্তমানে আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় মিলিয়ন (Million; 1,000,000) গুণ্য রূপে বিদ্যমান রয়েছে। যদি কোটিকে গুণ্য রূপে গ্রহণ করা হয়; তাহলে; ১০; ১০০; ১,০০০ ও ১,০০,০০০ দ্বারা গুণ করার পরও আন্তর্জাতিক অঙ্গনে সমতা ঠিক রাখা যায় না। কারণ; বড় সংখ্যার ক্ষেত্রে ১০ ও ১০০ গুণকের প্রচলন বিশ্বে নেই। ১,০০০ ও ১,০০,০০০ কে ‍গুণক রূপে গ্রহণ করলে সর্বক্ষেত্রে সমতা ঠিক থাকে না। অর্থাৎ; আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার মূল বড় সংখ্যার সাথে মেলে না। প্রায়ক্ষেত্রেই ১০ ও ১০০ হয়ে যায়। যেমন;

ক্রমি নাম প্রতীক আন্তর্জাতিক নাম
অযুত ১০ Ten thousand
লক্ষ ১০ One hundred thousand
নিযুত ১০ Million
কোটি ১০ Ten million
অর্বুদ ১০ One hundred  million
নর্বুদ ১০ Billion
সর্বুদ ১০১০ Ten billion
অব্জ ১০১১ One hundred  billion
খর্ব ১০১২ Trillion

ওপরে প্রায় সব অঙ্কই দশ ও একশত হয়ে গেছে। তাই; বড় সংখ্যা নির্মাণের জন্য কোটিকে বাদ দিয়ে অর্বুদকে (১০ = ১০০,০০,০০,০০০) (Billion) গুণ্য রূপে করা এবং ১০, ১০০ ও ১,০০,০০০কে বাদ দিয়ে ১,০০০কে গুণক রূপে গ্রহণ করা সবচেয়ে সুবিধাজনক। যেমন;

ক্রমি নাম প্রতীক আন্তর্জাতিক নাম
সহস্র ১০ Thousand
নিযুত ১০ Million
অর্বুদ ১০ Billion
নর্বুদ ১০১২ Trillion
সর্বুদ ১০১৫ Quadrillion
অব্জ ১০১৮ Quintillion
খর্ব ১০২১ Sextillion
নিখর্ব ১০২৪ Septillion
সখর্ব ১০২৭ Octillion
১০ পদ্ম ১০৩০ Nonillion

এখানে দশ ও একশত আসে নি। এখন সবগুলোই পূর্ণ বড় সংখ্যা এসেছে। সেজন্য; বড় সংখ্যা নির্মাণের সুবিধার্থে এমন করা হয়েছে।

ভারতীয়দের বড় সংখ্যাগুলো চূড়ান্ত পর্যায় পর্যন্ত এখনও নির্মাণ করা হয় নি
(Big numbers of Indians have not yet been built till the final stage)
এখন পর্যন্ত ভারতীয় উপমহাদেশ বড় সংখ্যার ব্যাপারটি অগোছালো অথবা কাকতালীয়ভাবে চলছে বললেও ভুল হবে না। কারণ; যে কয়টি বড় সংখ্যা নির্ধারণ করা হয়েছে; তা সভ্যতার বিবর্তনে বর্তমান গাণিতিক চাহিদা পূরণে যথেষ্ট নয়। এখন পর্যন্ত দেখা যায়; ১০১৭ হতে ১০২০ পর্যন্ত বড় সংখ্যাও নির্মাণ করা হয় নি। অথচ; বর্তমানে মহাকাশ কিংবা পারমাণবিক গবেষণায় এর চেয়েও বড় সংখ্যার প্রয়োজন হচ্ছে। তাই; এসব ক্ষেত্রে বিজ্ঞানীগণ পশ্চিমা বিশ্বের বড় সংখ্যাগুলোর শরণাপন্ন হতে বাধ্য হচ্ছেন। এজন্য; সময়ের ও সভ্যতার প্রয়োজনে সংখ্যার আরও ঊর্ধ্বমাণ নির্ণয় করা প্রয়োজন। অথচ; পশ্চিমা বিশ্বের দিকে তাকালে দেখা যায়; তাদের ১০১০০, ১০,০০০, ১০,০০৩, ১০৩০,০০৩ ও ১০,০০,০০৩ পর্যন্ত সংখ্যা বিদ্যমান রয়েছে।

গাণিতিক বড় সংখ্যা সংস্কার (Mathematical large number reforms)
উপরোক্ত ত্রিবিধ অভাব আংশিক পূরণ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা সংস্কার করা হয়েছে। নিচের ৫টি একক বড় সংখ্যা নির্মাণের বাইরে অবস্থিত।

ক্রমি বাঙালী প্রতীক English (US) Short scale
অযুত ১০ Ten thousand
লক্ষ ১০ One hundred thousand
কোটি ১০ Ten million
মহাখর্ব ১০২২ Ten sextillion
মহাপদ্ম ১০৩১ Ten  nonillion

নিচের ১৩টি একক সর্বদা বড় সংখ্যা নির্মাণে ব্যবহৃত হয়। অর্থাৎ; এগুলো কৃত্রিম বড় সংখ্যা নির্মাণের ভিত্তি। এসব একককে গুণক ধরেই বড় সংখ্যা নির্মাণ করা হয়।

ক্রমি বাঙালী প্রতীক English (US) Short scale
একক One
দশক ১০ Ten
শতক ১০ Hundred
সহস্র ১০ Thousand
নিযুত ১০ Million
অর্বুদ ১০ Billion
নর্বুদ ১০১২ Trillion
সর্বুদ ১০১৫ Quadrillion
অব্জ ১০১৮ Quintillion
১০ খর্ব ১০২১ Sextillion
১১ নিখর্ব ১০২৪ Septillion
১২ সখর্ব ১০২৭ Octillion
১৩ পদ্ম ১০৩০ Nonillion

নিচের পরিভাষাগুলো সর্বদা কৃত্রিম বড় সংখ্যা নির্মাণে ব্যবহৃত হয়। অর্থাৎ; এগুলো হলো বড় সংখ্যা নির্মাণের অর্থবোধক পরিভাষা। নিচে এমন ৫০টি পরিভাষা দেখানো হয়েছে। পরবর্তীতে আরো অনেক পরিভাষা যুক্ত হতে পারে। বিভিন্ন গণনা সংখ্যা আমাদের বাঙালী বিভিন্ন পুস্তক-পুস্তিকায় আদিকাল হতেই কমবেশি দেখা যায়। যেমন; বেদ ও রামায়ণে দেখা যায়। তবে; বড় সংখ্যার ব্যবহার দেখা যায় না। এখানে কিছু বড় সংখ্যা নির্মাণ করা হয়েছে। যেসব পরিভাষা হতে বড় সংখ্যা নির্মাণ করা হয়েছে সেগুলো হলো; অক্ষৌহিণী, অগাধ, অজস্র, অঢেল, অতীব, অধিক, অনন্ত, অনীক, অনীকিনী, অপার, অবাধ, অমিত, অমেয়, অরণ্য, আড়ত, ওঘ, কাঁড়, ওজ, খগ, গাদা, জোড়, ঢিবি, তাল, নাইল, নীল, পণ, পরার্ধ, পর্ব, পালা, বক, বিপিন, বিরাট, বিহগ, বৃন্দ, ভদ্র, মহাভদ্র, মহা, শঙ্কু, মহাশঙ্কু, মিলন, যুগ্ম, যোগ, রাশ, লব, সমাঙ্কু, সমুদ্র, সরাট, সরার্ধ, সসীম, স্তূপ, হর ও হালি। এছাড়াও; বাংলা ওঁম, রাম ও কৃষ্ণ স্বয়ং বড় সংখ্যা। যথা; ওঁম = ১০১০০; রাম = ১০,০০০ ও কৃষ্ণ = ১০১০,০০০

বাঙালী বড় সংখ্যা সারণী (Bengali Large number table)

ক্রমি বাঙালী প্রতীক English (US) Short scale
1. একক One
2. দশক ১০ Ten
3. শতক ১০ One hundred
4. সহস্র ১০ One thousand
5. নিযুত ১০ One million
6. অর্বুদ ১০ One billion
7. নর্বুদ ১০১২ One trillion
8. সর্বুদ ১০১৫ One quadrillion
9. অব্জ ১০১৮ One quintillion
10. খর্ব ১০২১ One sextillion
11. নিখর্ব ১০২৪ One septillion
12. সখর্ব ১০২৭ One octillion
13. পদ্ম ১০৩০ One nonillion
14. অক্ষৌহিণার্বুদ ১০৩৩ One decillion
15. সহস্রাক্ষৌহিণার্বুদ ১০৩৬ One undecillion
16. নিযুতাক্ষৌহিণার্বুদ ১০৩৯ One duodecillion
17. নর্বুদাক্ষৌহিণার্বুদ ১০৪২ One tredecillion
18. সর্বুদাক্ষৌহিণার্বুদ ১০৪৫ One quattuordecillion
19. অব্জাক্ষৌহিণার্বুদ ১০৪৮ One quindecillion
20. খর্বাক্ষৌহিণার্বুদ ১০৫১ One sexdecillion
21. নিখর্বাক্ষৌহিণার্বুদ ১০৫৪ One septendecillion
22. সখর্বাক্ষৌহিণার্বুদ ১০৫৭ One octodecillion
23. পদ্মাক্ষৌহিণার্বুদ ১০৬০ One novemdecillion
24. অগাধার্বুদ ১০৬৩ One vigintillion
25. সহস্রাগাধার্বুদ ১০৬৬ One unvigintillion
26. নিযুতাগাধার্বুদ ১০৬৯ One duovigintillion
27. নর্বুদাগাধার্বুদ ১০৭২ One trevigintillion
28. সর্বুদাগাধার্বুদ ১০৭৫ One quattuorvigintillion
29. অব্জাগাধার্বুদ ১০৭৮ One quinvigintillion
30. খর্বাগাধার্বুদ ১০৮১ One sexvigintillion
31. নিখর্বাগাধার্বুদ ১০৮৪ One septenvigintillion
32. সখর্বাগাধার্বুদ ১০৮৭ One octovigintillion
33. পদ্মাগাধার্বুদ ১০৯০ One novemvigintillion
34. অজস্রার্বুদ ১০৯৩ One trigintillion
35. সহস্রাজস্রার্বুদ ১০৯৬ One untrigintillion
36. নিযুতাজস্রার্বুদ ১০৯৯ One duotrigintillion
37. ওঁম ১০১০০ Ten duotrigintillion
38. নর্বুদাজস্রার্বুদ ১০১০২ One tretrigintillion
39. সর্বুদাজস্রার্বুদ ১০১০৫ One quattuortrigintillion
40. অব্জাজস্রার্বুদ ১০১০৮ One quintrigintillion
41. খর্বাজস্রার্বুদ ১০১১১ One sextrigintillion
42. নিখর্বাজস্রার্বুদ ১০১১৪ One septentrigintillion
43. সখর্বাজস্রার্বুদ ১০১১৭ One octotrigintillion
44. পদ্মাজস্রার্বুদ ১০১২০ One novemtrigintillion
45. অঢেলার্বুদ ১০১২৩ One quadragintillion
46. সহস্রাঢেলার্বুদ ১০১২৬ One unquadragintillion
47. নিযুতাঢেলার্বুদ ১০১২৯ One duoquadragintillion
48. নর্বুদাঢেলার্বুদ ১০১৩২ One trequadragintillion
49. সর্বুদাঢেলার্বুদ ১০১৩৫ One quattuorquadragintillion
50. অব্জাঢেলার্বুদ ১০১৩৮ One quinquadragintillion
51. খর্বাঢেলার্বুদ ১০১৪১ One sexquadragintillion
52. নিখর্বাঢেলার্বুদ ১০১৪৪ One septenquadragintillion
53. সখর্বাঢেলার্বুদ ১০১৪৭ One octoquadragintillion,
54. পদ্মাঢেলার্বুদ ১০১৫০ One novemquadragintillion
55. অতীবার্বুদ ১০১৫৩ One quinquagintillion
56. সহস্রাতীবার্বুদ ১০১৫৬ One unquinquagintillion
57. নিযুতাতীবার্বুদ ১০১৫৯ One duoquinquagintillion
58. নর্বুদাতীবার্বুদ ১০১৬২ One trequinquagintillion,
59. সর্বুদাতীবার্বুদ ১০১৬৫ One quattuorquinquagintillion
60. অব্জাতীবার্বুদ ১০১৬৮ One quinquinquagintillion
61. খর্বাতীবার্বুদ ১০১৭১ One sexquinquagintillion
62. নিখর্বাতীবার্বুদ ১০১৭৪ One septenquinquagintillion
63. সখর্বাতীবার্বুদ ১০১৭৭ One octoquinquagintillion
64. পদ্মাতীবার্বুদ ১০১৮০ One novemquinquagintillion
65. অধিকার্বুদ ১০১৮৩ One sexagintillion
66. সহস্রাধিকার্বুদ ১০১৮৬ One unsexagintillion
67. নিযুতাধিকার্বুদ ১০১৮৯ One duosexagintillion
68. নর্বুদাধিকার্বুদ ১০১৯২ One tresexagintillion
69. সর্বুদাধিকার্বুদ ১০১৯৫ One quattuorsexagintillion
70. অব্জাধিকার্বুদ ১০১৯৮ One quinsexagintillion
71. খর্বাধিকার্বুদ ১০২০১ One sexsexagintillion
72. নিখর্বাধিকার্বুদ ১০২০৪ One septsexagintillion
73. সখর্বাধিকার্বুদ ১০২০৭ One octosexagintillion
74. পদ্মাধিকার্বুদ ১০২১০ One novemsexagintillion
75. অনন্তার্বুদ ১০২১৩ One septuagintillion
76. সহস্রানন্তার্বুদ ১০২১৬ One unseptuagintillion
77. নিযুতানন্তার্বুদ ১০২১৯ One duoseptuagintillion
78. নর্বুদানন্তার্বুদ ১০২২২ One treseptuagintillion
79. সর্বুদানন্তার্বুদ ১০২২৫ One quattuorseptuagintillion
80. অব্জানন্তার্বুদ ১০২২৮ One quinseptuagintillion
81. খর্বানন্তার্বুদ ১০২৩১ One sexseptuagintillion
82. নিখর্বানন্তার্বুদ ১০২৩৪ One septseptuagintillion
83. সখর্বানন্তার্বুদ ১০২৩৭ One octoseptuagintillion
84. পদ্মানন্তার্বুদ ১০২৪০ One novemseptuagintillion
85. অনীকার্বুদ ১০২৪৩ One octogintillion
86. সহস্রানীকার্বুদ ১০২৪৬ One unoctogintillion
87. নিযুতানীকার্বুদ ১০২৪৯ One duooctogintillion
88. নর্বুদানীকার্বুদ ১০২৫২ One treoctogintillion
89. সর্বুদানীকার্বুদ ১০২৫৫ One quattuoroctogintillion
90. অব্জানীকার্বুদ ১০২৫৮ One quinoctogintillion
91. খর্বানীকার্বুদ ১০২৬১ One sexoctogintillion
92. নিখর্বানীকার্বুদ ১০২৬৪ One septoctogintillion
93. সখর্বানীকার্বুদ ১০২৬৭ One octooctogintillion,
94. পদ্মানীকার্বুদ ১০২৭০ One novemoctogintillion,
95. অনীকিনার্বুদ ১০২৭৩ One nonagintillion,
96. সহস্রানীকিনার্বুদ ১০২৭৬ One unnonagintillion,
97. নিযুতানীকিনার্বুদ ১০২৭৯ One duononagintillion,
98. নর্বুদানীকিনার্বুদ ১০২৮২ One trenonagintillion,
99. সর্বুদানীকিনার্বুদ ১০২৮৫ One quattuornonagintillion,
100. অব্জানীকিনার্বুদ ১০২৮৮ One quinnonagintillion,
101. খর্বানীকিনার্বুদ ১০২৯১ One sexnonagintillion,
102. নিখর্বানীকিনার্বুদ ১০২৯৪ One septnonagintillion,
103. সখর্বানীকিনার্বুদ ১০২৯৭ One octononagintillion,
104. পদ্মানীকিনার্বুদ ১০৩০০ One novemnonagintillion,
105. অপারার্বুদ ১০৩০৩ One centillion,
106. সহস্রাপারার্বুদ ১০৩০৬ One cenuntillion
107. নিযুতাপারার্বুদ ১০৩০৯ One cenduotillion
108. নর্বুদাপারার্বুদ ১০৩১২ One centretillion
109. সর্বুদাপারার্বুদ ১০৩১৫ One cenquattuortillion
110. অব্জাপারার্বুদ ১০৩১৮ One cenquintillion
111. খর্বাপারার্বুদ ১০৩২১ One censextillion
112. নিখর্বাপারার্বুদ ১০৩২৪ One censeptentillion
113. সখর্বাপারার্বুদ ১০৩২৭ One cenoctotillion
114. পদ্মাপারার্বুদ ১০৩৩০ One cennovemtillion
115. অবাধার্বুদ ১০৩৩৩ One cendecillion
116. সহস্রাবাধার্বুদ ১০৩৩৬ One cenundecillion
117. নিযুতাবাধার্বুদ ১০৩৩৯ One cenduodecillion
118. নর্বুদাবাধার্বুদ ১০৩৪২ One centredecillion
119. সর্বুদাবাধার্বুদ ১০৩৪৫ One cenquattuordecillion
120. অব্জাবাধার্বুদ ১০৩৪৮ One cenquindecillion
121. খর্বাবাধার্বুদ ১০৩৫১ One censexdecillion
122. নিখর্বাবাধার্বুদ ১০৩৫৪ One censeptendecillion
123. সখর্বাবাধার্বুদ ১০৩৫৭ One cenoctodecillion
124. পদ্মাবাধার্বুদ ১০৩৬০ One cennovemdecillion
125. অমিতার্বুদ ১০৩৬৩ One cenvigintillion
126. সহস্রামিতার্বুদ ১০৩৬৬ One cenunvigintillion
127. নিযুতামিতার্বুদ ১০৩৬৯ One cenduovigintillion
128. নর্বুদামিতার্বুদ ১০৩৭২ One centrevigintillion
129. সর্বুদামিতার্বুদ ১০৩৭৫ One cenquattuorvigintillion
130. অব্জামিতার্বুদ ১০৩৭৮ One cenquinvigintillion
131. খর্বামিতার্বুদ ১০৩৮১ One censexvigintillion
132. নিখর্বামিতার্বুদ ১০৩৮৪ One censeptenvigintillion
133. সখর্বামিতার্বুদ ১০৩৮৭ One cenoctovigintillion
134. পদ্মামিতার্বুদ ১০৩৯০ One cennovemvigintillion
135. অমেয়ার্বুদ ১০৩৯৩ One centrigintillion
136. সহস্রামেয়ার্বুদ ১০৩৯৬ One cenuntrigintillion
137. নিযুতামেয়ার্বুদ ১০৩৯৯ One cenduotrigintillion
138. নর্বুদামেয়ার্বুদ ১০৪০২ One centretrigintillion
139. সর্বুদামেয়ার্বুদ ১০৪০৫ One cenquattuortrigintillion
140. অব্জামেয়ার্বুদ ১০৪০৮ One cenquintrigintillion
141. খর্বামেয়ার্বুদ ১০৪১১ One censextrigintillion
142. নিখর্বামেয়ার্বুদ ১০৪১৪ One censeptentrigintillion
143. সখর্বামেয়ার্বুদ ১০৪১৭ One cenoctotrigintillion
144. পদ্মামেয়ার্বুদ ১০৪২০ One cennovemtrigintillion
145. অরণ্যার্বুদ ১০৪২৩ One cenquadragintillion
146. সহস্রারণ্যার্বুদ ১০৪২৬ One cenunquadragintillion
147. নিযুতারণ্যার্বুদ ১০৪২৯ One cenduoquadragintillion
148. নর্বুদারণ্যার্বুদ ১০৪৩২ One centrequadragintillion
149. সর্বুদারণ্যার্বুদ ১০৪৩৫ One cenquattuorquadragintillion
150. অব্জারণ্যার্বুদ ১০৪৩৮ One cenquattuorquadragintillion
151. খর্বারণ্যার্বুদ ১০৪৪১ One censexquadragintillion
152. নিখর্বারণ্যার্বুদ ১০৪৪৪ One censeptenquadragintillion
153. সখর্বারণ্যার্বুদ ১০৪৪৭ One cenoctoquadragintillion
154. পদ্মারণ্যার্বুদ ১০৪৫০ One cennovemquadragintillion
155. আড়তার্বুদ ১০৪৫৩ One cenquinquagintillion
156. সহস্রাড়তার্বুদ ১০৪৫৬ One cenunquinquagintillion
157. নিযুতাড়তার্বুদ ১০৪৫৯ One cenduoquinquagintillion
158. নর্বুদাড়তার্বুদ ১০৪৬২ One centrequinquagintillion
159. সর্বুদাড়তার্বুদ ১০৪৬৫ One cenquattuorquinquagintillion
160. অব্জাড়তার্বুদ ১০৪৬৮ One cenquinquinquagintillion
161. খর্বাড়তার্বুদ ১০৪৭১ One censexquinquagintillion
162. নিখর্বাড়তার্বুদ ১০৪৭৪ One censeptenquinquagintillion
163. সখর্বাড়তার্বুদ ১০৪৭৭ One cenoctoquinquagintillion
164. পদ্মাড়তার্বুদ ১০৪৮০ One cennovemquinquagintillion
165. ওঘার্বুদ ১০৪৮৩ One censexagintillion
166. সহস্রওঘার্বুদ ১০৪৮৬ One cenunsexagintillion
167. নিযুতওঘার্বুদ ১০৪৮৯ One cenduosexagintillion
168. নর্বুদওঘার্বুদ ১০৪৯২ One centresexagintillion
169. সর্বুদওঘার্বুদ ১০৪৯৫ One cenquattuorsexagintillion
170. অব্জওঘার্বুদ ১০৪৯৮ One cenquinsexagintillion
171. খর্বওঘার্বুদ ১০৫০১ One censexsexagintillion
172. নিখর্বওঘার্বুদ ১০৫০৪ One censeptensexagintillion
173. সখর্বওঘার্বুদ ১০৫০৭ One cenoctosexagintillion
174. পদ্মওঘার্বুদ ১০৫১০ One cennovemsexagintillion
175. কাঁড়ার্বুদ ১০৫১৩ One censeptuagintillion
176. সহস্রকাঁড়ার্বুদ ১০৫১৬ One cenunseptuagintillion
177. নিযুতকাঁড়ার্বুদ ১০৫১৯ One cenduoseptuagintillion
178. নর্বুদকাঁড়ার্বুদ ১০৫২২ One centreseptuagintillion
179. সর্বুদকাঁড়ার্বুদ ১০৫২৫ One cenquattuorseptuagintillion
180. অব্জকাঁড়ার্বুদ ১০৫২৮ One cenquinseptuagintillion
181. খর্বকাঁড়ার্বুদ ১০৫৩১ One censexseptuagintillion
182. নিখর্বকাঁড়ার্বুদ ১০৫৩৪ One censeptenseptuagintillion
183. সখর্বকাঁড়ার্বুদ ১০৫৩৭ One cenoctoseptuagintillion
184. পদ্মকাঁড়ার্বুদ ১০৫৪০ One cennovemseptuagintillion
185. ওজার্বুদ ১০৫৪৩ One cenoctogintillion
186. সহস্রওজার্বুদ ১০৫৪৬ One cenunoctogintillion
187. নিযুতওজার্বুদ ১০৫৪৯ One cenduooctogintillion
188. নর্বুদওজার্বুদ ১০৫৫২ One centreoctogintillion
189. সর্বুদওজার্বুদ ১০৫৫৫ One cenquattuoroctogintillion
190. অব্জওজার্বুদ ১০৫৫৮ One cenquinoctogintillion
191. খর্বওজার্বুদ ১০৫৬১ One censexoctogintillion
192. নিখর্বওজার্বুদ ১০৫৬৪ One censeptenoctogintillion
193. সখর্বওজার্বুদ ১০৫৬৭ One cenoctooctogintillion
194. পদ্মওজার্বুদ ১০৫৭০ One cennovemoctogintillion
195. খগার্বুদ ১০৫৭৩ One cennonagintillion
196. সহস্রখগার্বুদ ১০৫৭৬ One cenunnonagintillion
197. নিযুতখগার্বুদ ১০৫৭৯ One cenduononagintillion
198. নর্বুদখগার্বুদ ১০৫৮২ One centrenonagintillion
199. সর্বুদখগার্বুদ ১০৫৮৫ One cenquattuornonagintillion
200. অব্জখগার্বুদ ১০৫৮৮ One cenquinnonagintillion
201. খর্বখগার্বুদ ১০৫৯১ One censexnonagintillion
202. নিখর্বখগার্বুদ ১০৫৯৪ One censeptennonagintillion
203. সখর্বখগার্বুদ ১০৫৯৭ One cenoctononagintillion
204. পদ্মখগার্বুদ ১০৬০০ One cennovemnonagintillion
205. গাদার্বুদ ১০৬০৩ One duocentillion
206. সহস্রগাদার্বুদ ১০৬০৬ One duocenuntillion
207. নিযুতগাদার্বুদ ১০৬০৯ One duocenduotillion
208. নর্বুদগাদার্বুদ ১০৬১২ One duocentretillion
209. সর্বুদগাদার্বুদ ১০৬১৫ One duocenquattuortillion
210. অব্জগাদার্বুদ ১০৬১৮ One duocenquintillion
211. খর্বগাদার্বুদ ১০৬২১ One duocensextillion
212. নিখর্বগাদার্বুদ ১০৬২৪ One duocenseptentillion
213. সখর্বগাদার্বুদ ১০৬২৭ One duocenoctotillion
214. পদ্মগাদার্বুদ ১০৬৩০ One duocennovemtillion
215. জোড়ার্বুদ ১০৬৩৩ One duocendecillion
216. সহস্রজোড়ার্বুদ ১০৬৩৬ One duocenundecillion
217. নিযুতজোড়ার্বুদ ১০৬৩৯ One duocenduodecillion
218. নর্বুদজোড়ার্বুদ ১০৬৪২ One duocentredecillion
219. সর্বুদজোড়ার্বুদ ১০৬৪৫ One duocenquattuordecillion
220. অব্জজোড়ার্বুদ ১০৬৪৮ One duocenquindecillion
221. খর্বজোড়ার্বুদ ১০৬৫১ One duocensexdecillion
222. নিখর্বজোড়ার্বুদ ১০৬৫৪ One duocenseptendecillion
223. সখর্বজোড়ার্বুদ ১০৬৫৭ One duocenoctodecillion
224. পদ্মজোড়ার্বুদ ১০৬৬০ One duocennovemdecillion
225. ঢিবার্বুদ ১০৬৬৩ One duocenvigintillion
226. সহস্রঢিবার্বুদ ১০৬৬৬ One duocenunvigintillion
227. নিযুতঢিবার্বুদ ১০৬৬৯ One duocenduovigintillion
228. নর্বুদঢিবার্বুদ ১০৬৭২ One duocentrevigintillion
229. সর্বুদঢিবার্বুদ ১০৬৭৫ One duocenquattuorvigintillion
230. অব্জঢিবার্বুদ ১০৬৭৮ One duocenquinvigintillion
231. খর্বঢিবার্বুদ ১০৬৮১ One duocensexvigintillion
232. নিখর্বঢিবার্বুদ ১০৬৮৪ One duocenseptenvigintillion
233. সখর্বঢিবার্বুদ ১০৬৮৭ One duocenoctovigintillion
234. পদ্মঢিবার্বুদ ১০৬৯০ One duocennovemvigintillion
235. তালার্বুদ ১০৬৯৩ One duocentrigintillion
236. সহস্রতালার্বুদ ১০৬৯৬ One duocenuntrigintillion
237. নিযুততালার্বুদ ১০৬৯৯ One duocenduotrigintillion
238. নর্বুদতালার্বুদ ১০৭০২ One duocentretrigintillion
239. সর্বুদতালার্বুদ ১০৭০৫ One duocenquattuortrigintillion
240. অব্জতালার্বুদ ১০৭০৮ One duocenquintrigintillion
241. খর্বতালার্বুদ ১০৭১১ One duocensextrigintillion
242. নিখর্বতালার্বুদ ১০৭১৪ One duocenseptentrigintillion
243. সখর্বতালার্বুদ ১০৭১৭ One duocenoctotrigintillion
244. পদ্মতালার্বুদ ১০৭২০ One duocennovemtrigintillion
245. নাইলার্বুদ ১০৭২৩ One duocenquadragintillion
246. সহস্রনাইলার্বুদ ১০৭২৬ One duocenunquadragintillion
247. নিযুতনাইলার্বুদ ১০৭২৯ One duocenduoquadragintillion
248. নর্বুদনাইলার্বুদ ১০৭৩২ One duocentrequadragintillion
249. সর্বুদনাইলার্বুদ ১০৭৩৫ One duocenquattuorquadragintillion
250. অব্জনাইলার্বুদ ১০৭৩৮ One duocenquinquadragintillion
251. খর্বনাইলার্বুদ ১০৭৪১ One duocensexquadragintillion
252. নিখর্বনাইলার্বুদ ১০৭৪৪ One duocenseptenquadragintillion
253. সখর্বনাইলার্বুদ ১০৭৪৭ One duocenoctoquadragintillion
254. পদ্মনাইলার্বুদ ১০৭৫০ One duocennovemquadragintillion
255. নীলার্বুদ ১০৭৫৩ One duocenquinquagintillion
256. সহস্রনীলার্বুদ ১০৭৫৬ One duocenunquinquagintillion
257. নিযুতনীলার্বুদ ১০৭৫৯ One duocenduoquinquagintillion
258. নর্বুদনীলার্বুদ ১০৭৬২ One duocentrequinquagintillion
259. সর্বুদনীলার্বুদ ১০৭৬৫ One duocenquattuorquinquagintillion
260. অব্জনীলার্বুদ ১০৭৬৮ One duocenquinquinquagintillion
261. খর্বনীলার্বুদ ১০৭৭১ One duocensexquinquagintillion
262. নিখর্বনীলার্বুদ ১০৭৭৪ One duocenseptenquinquagintillion
263. সখর্বনীলার্বুদ ১০৭৭৭ One duocenoctoquinquagintillion
264. পদ্মনীলার্বুদ ১০৭৮০ One duocennovemquinquagintillion
265. পণার্বুদ ১০৭৮৩ One duocensexagintillion
266. সহস্রপণার্বুদ ১০৭৮৬ One duocenunsexagintillion
267. নিযুতপণার্বুদ ১০৭৮৯ One duocenduosexagintillion
268. নর্বুদপণার্বুদ ১০৭৯২ One duocentresexagintillion
269. সর্বুদপণার্বুদ ১০৭৯৫ One duocenquattuorsexagintillion
270. অব্জপণার্বুদ ১০৭৯৮ One duocenquinsexagintillion
271. খর্বপণার্বুদ ১০৮০১ One duocensexsexagintillion
272. নিখর্বপণার্বুদ ১০৮০৪ One duocenseptensexagintillion
273. সখর্বপণার্বুদ ১০৮০৭ One duocenoctosexagintillion
274. পদ্মপণার্বুদ ১০৮১০ One duocennovemsexagintillion
275. পরার্ধার্বুদ ১০৮১৩ One duocenseptuagintillion
276. সহস্রপরার্ধার্বুদ ১০৮১৬ One duocenunseptuagintillion
277. নিযুতপরার্ধার্বুদ ১০৮১৯ One duocenduoseptuagintillion
278. নর্বুদপরার্ধার্বুদ ১০৮২২ One duocentreseptuagintillion
279. সর্বুদপরার্ধার্বুদ ১০৮২৫ One duocenquattuorseptuagintillion
280. অব্জপরার্ধার্বুদ ১০৮২৮ One duocenquinseptuagintillion
281. খর্বপরার্ধার্বুদ ১০৮৩১ One duocensexseptuagintillion
282. নিখর্বপরার্ধার্বুদ ১০৮৩৪ One duocenseptenseptuagintillion
283. সখর্বপরার্ধার্বুদ ১০৮৩৭ One duocenoctoseptuagintillion
284. পদ্মপরার্ধার্বুদ ১০৮৪০ One duocennovemseptuagintillion
285. পর্বার্বুদ ১০৮৪৩ One duocenoctogintillion
286. সহস্রপর্বার্বুদ ১০৮৪৬ One duocenunoctogintillion
287. নিযুতপর্বার্বুদ ১০৮৪৯ One duocenduooctogintillion
288. নর্বুদপর্বার্বুদ ১০৮৫২ One duocentreoctogintillion
289. সর্বুদপর্বার্বুদ ১০৮৫৫ One duocenquattuoroctogintillion
290. অব্জপর্বার্বুদ ১০৮৫৮ One duocenquinoctogintillion
291. খর্বপর্বার্বুদ ১০৮৬১ One duocensexoctogintillion
292. নিখর্বপর্বার্বুদ ১০৮৬৪ One duocenseptenoctogintillion
293. সখর্বপর্বার্বুদ ১০৮৬৭ One duocenoctooctogintillion
294. পদ্মপর্বার্বুদ ১০৮৭০ One duocennovemoctogintillion
295. পালার্বুদ ১০৮৭৩ One duocennonagintillion
296. সহস্রপালার্বুদ ১০৮৭৬ One duocenunnonagintillion
297. নিযুতপালার্বুদ ১০৮৮৯ One duocenduononagintillion
298. নর্বুদপালার্বুদ ১০৮৮২ One duocentrenonagintillion
299. সর্বুদপালার্বুদ ১০৮৮৫ One duocenquattuornonagintillion
300. অব্জপালার্বুদ ১০৮৮৮ One duocenquinnonagintillion
301. খর্বপালার্বুদ ১০৮৯১ One duocensexnonagintillion
302. নিখর্বপালার্বুদ ১০৮৯৪ One duocenseptennonagintillion
303. সখর্বপালার্বুদ ১০৮৯৭ One duocenoctononagintillion
304. পদ্মপালার্বুদ ১০৯০০ One duocennovemnonagintillion
305. বকার্বুদ ১০৯০৩ One trecentillion
306. সহস্রবকার্বুদ ১০৯০৬ One trecenuntillion
307. নিযুতবকার্বুদ ১০৯০৯ One trecenduotillion
308. নর্বুদবকার্বুদ ১০৯১২ One trecentretillion
309. সর্বুদবকার্বুদ ১০৯১৫ One trecenquattuortillion
310. অব্জবকার্বুদ ১০৯১৮ One trecenquintillion
311. খর্ববকার্বুদ ১০৯২১ One trecensextillion
312. নিখর্ববকার্বুদ ১০৯২৪ One trecenseptentillion
313. সখর্ববকার্বুদ ১০৯২৭ One trecenoctotillion
314. পদ্মবকার্বুদ ১০৯৩০ One trecennovemtillion
315. বিপিনার্বুদ ১০৯৩৩ One trecendecillion
316. সহস্রবিপিনার্বুদ ১০৯৩৬ One trecenundecillion
317. নিযুতবিপিনার্বুদ ১০৯৩৯ One trecenduodecillion
318. নর্বুদবিপিনার্বুদ ১০৯৪২ One trecentredecillion
319. সর্বুদবিপিনার্বুদ ১০৯৪৫ One trecenquattuordecillion
320. অব্জবিপিনার্বুদ ১০৯৪৮ One trecenquindecillion
321. খর্ববিপিনার্বুদ ১০৯৫১ One trecensexdecillion
322. নিখর্ববিপিনার্বুদ ১০৯৫৪ One trecenseptendecillion
323. সখর্ববিপিনার্বুদ ১০৯৫৭ One trecenoctodecillion
324. পদ্মবিপিনার্বুদ ১০৯৬০ One trecennovemdecillion
325. বিরাটার্বুদ ১০৯৬৩ One trecenvigintillion
326. সহস্রবিরাটার্বুদ ১০৯৬৬ One trecenunvigintillion
327. নিযুতবিরাটার্বুদ ১০৯৬৯ One trecenduovigintillion
328. নর্বুদবিরাটার্বুদ ১০৯৭২ One trecentrevigintillion
329. সর্বুদবিরাটার্বুদ ১০৯৭৫ One trecenquattuorvigintillion
330. অব্জবিরাটার্বুদ ১০৯৭৮ One trecenquinvigintillion
331. খর্ববিরাটার্বুদ ১০৯৮১ One trecensexvigintillion
332. নিখর্ববিরাটার্বুদ ১০৯৮৪ One trecenseptenvigintillion
333. সখর্ববিরাটার্বুদ ১০৯৮৭ One trecenoctovigintillion
334. পদ্মবিরাটার্বুদ ১০৯৯০ One trecennovemvigintillion
335. বিহগার্বুদ ১০৯৯৩ One trecentrigintillion
336. সহস্রবিহগার্বুদ ১০৯৯৬ One trecenuntrigintillion
337. নিযুতবিহগার্বুদ ১০৯৯৯ One trecenduotrigintillion
338.  রাম ১০,০০০ Ten trecenduotrigintillion
339. নর্বুদবিহগার্বুদ ১০,০০২ One trecentretrigintillion
340. সর্বুদবিহগার্বুদ ১০,০০৫ One trecenquattuortrigintillion
341. অব্জবিহগার্বুদ ১০,০০৮ One trecenquintrigintillion
342. খর্ববিহগার্বুদ ১০,০১১ One trecensextrigintillion
343. নিখর্ববিহগার্বুদ ১০,০১৪ One trecenseptentrigintillion
344. সখর্ববিহগার্বুদ ১০,০১৭ One trecenoctotrigintillion
345. পদ্মবিহগার্বুদ ১০,০২০ One trecennovemtrigintillion
346. বৃন্দার্বুদ ১০,০২৩ One trecenquadragintillion
347. সহস্রবৃন্দার্বুদ ১০,০২৬ One trecenunquadragintillion
348. নিযুতবৃন্দার্বুদ ১০,০২৯ One trecenduoquadragintillion
349. নর্বুদবৃন্দার্বুদ ১০,০৩২ One trecentrequadragintillion
350. সর্বুদবৃন্দার্বুদ ১০,০৩৫ One trecenquattuorquadragintillion
351. অব্জবৃন্দার্বুদ ১০,০৩৮ One trecenquinquadragintillion
352. খর্ববৃন্দার্বুদ ১০,০৪১ One trecensexquadragintillion
353. নিখর্ববৃন্দার্বুদ ১০,০৪৪ One trecenseptenquadragintillion
354. সখর্ববৃন্দার্বুদ ১০,০৪৭ One trecenoctoquadragintillion
355. পদ্মবৃন্দার্বুদ ১০,০৫০ One trecennovemquadragintillion
356.  ভদ্রার্বুদ ১০,০৫৩ One trecenquinquagintillion
357.   সহস্রভদ্রার্বুদ ১০,০৫৬ One trecenunquinquagintillion
358.  নিযুতভদ্রার্বুদ ১০,০৫৯ One trecenduoquinquagintillion
359.  নর্বুদভদ্রার্বুদ ১০,০৬২ One trecentrequinquagintillion
360. সর্বুদভদ্রার্বুদ ১০,০৬৫ One trecenquattuorquinquagintillion
361. অব্জভদ্রার্বুদ ১০,০৬৮ One trecenquinquinquagintillion
362. খর্বভদ্রার্বুদ ১০,০৭১ One trecensexquinquagintillion
363. নিখর্বভদ্রার্বুদ ১০,০৭৪ One trecenseptenquinquagintillion
364. সখর্বভদ্রার্বুদ ১০,০৭৭ One trecenoctoquinquagintillion
365. পদ্মভদ্রার্বুদ ১০,০৮০ One trecennovemquinquagintillio
366. মহাভদ্রার্বুদ ১০,০৮৩ One trecensexagintillion
367. সহস্রমহাভদ্রার্বুদ ১০,০৮৬ One trecenunsexagintillion
368. নিযুতমহাভদ্রার্বুদ ১০,০৮৯ One trecenduosexagintillion
369. নর্বুদমহাভদ্রার্বুদ ১০,০৯২ One trecentresexagintillion
370. সর্বুদমহাভদ্রার্বুদ ১০,০৯৫ One trecenquattuorsexagintillion
371. অব্জমহাভদ্রার্বুদ ১০,০৯৮ One trecenquinsexagintillion
372. খর্বমহাভদ্রার্বুদ ১০,১০১ One trecensexsexagintillion
373. নিখর্বমহাভদ্রার্বুদ ১০,১০৪ One trecenseptensexagintillion
374. সখর্বমহাভদ্রার্বুদ ১০,১০৭ One trecenoctosexagintillion
375. পদ্মমহাভদ্রার্বুদ ১০,১১০ One trecennovemsexagintillion
376. মহার্বুদ ১০,১১৩ One trecenseptuagintillion
377. সহস্রমহার্বুদ ১০,১১৬ One trecenunseptuagintillion
378. নিযুতমহার্বুদ ১০,১১৯ One trecenduoseptuagintillion
379. নর্বুদমহার্বুদ ১০,১২২ One trecentreseptuagintillion
380. সর্বুদমহার্বুদ ১০,১২৫ One trecenquattuorseptuagintillion
381. অব্জমহার্বুদ ১০,১২৮ One trecenquinseptuagintillion
382. খর্বমহার্বুদ ১০,১৩১ One trecensexseptuagintillion
383. নিখর্বমহার্বুদ ১০,১৩৪ One trecenseptenseptuagintillion
384. সখর্বমহার্বুদ ১০,১৩৭ One trecenoctoseptuagintillion
385. পদ্মমহার্বুদ ১০,১৪০ One trecennovemseptuagintillion
386. মিলনার্বুদ ১০,১৪৩ One trecenoctogintillion
387. সহস্রমিলনার্বুদ ১০,১৪৬ One trecenunoctogintillion
388. নিযুতমিলনার্বুদ ১০,১৪৯ One trecenduooctogintillion
389. নর্বুদমিলনার্বুদ ১০,১৫২ One trecentreoctogintillion
390. সর্বুদমিলনার্বুদ ১০,১৫৫ One trecenquattuoroctogintillion
391. অব্জমিলনার্বুদ ১০,১৫৮ One trecenquinoctogintillion
392. খর্বমিলনার্বুদ ১০,১৬১ One trecensexoctogintillion
393. নিখর্বমিলনার্বুদ ১০,১৬৪ One trecenseptenoctogintillion
394. সখর্বমিলনার্বুদ ১০,১৬৭ One trecenoctooctogintillion
395. পদ্মমিলনার্বুদ ১০,১৭০ One trecennovemoctogintillion
396. যুগ্মার্বুদ ১০,১৭৩ One trecennonagintillion
397. সহস্রযুগ্মার্বুদ ১০,১৭৬ One trecenunnonagintillion
398. নিযুতযুগ্মার্বুদ ১০,১৭৯ One trecenduononagintillion
399. নর্বুদযুগ্মার্বুদ ১০,১৮২ One trecentrenonagintillion
400. সর্বুদযুগ্মার্বুদ ১০,১৮৫ One trecenquattuornonagintillion
401. অব্জযুগ্মার্বুদ ১০,১৮৮ One trecenquinnonagintillion
402. খর্বযুগ্মার্বুদ ১০,১৯১ One trecensexnonagintillion
403. নিখর্বযুগ্মার্বুদ ১০,১৯৪ One trecenseptennonagintillion
404. সখর্বযুগ্মার্বুদ ১০,১৯৭ One trecenoctononagintillion
405. পদ্মযুগ্মার্বুদ ১০,২০০ One trecennovemnonagintillion
406. যোগার্বুদ ১০,২০৩ One quadringentillion
407. সহস্রযোগার্বুদ ১০,২০৬ One quadringenuntillion
408. নিযুতযোগার্বুদ ১০,২০৯ One quadringenduotillion
409. নর্বুদযোগার্বুদ ১০,২১২ One quadringentretillion
410. সর্বুদযোগার্বুদ ১০,২১৫ One quadringenquattuortillion
411. অব্জযোগার্বুদ ১০,২১৮ One quadringenquintillion
412. খর্বযোগার্বুদ ১০,২২১ One quadringensextillion
413. নিখর্বযোগার্বুদ ১০,২২৪ One quadringenseptentillion
414. সখর্বযোগার্বুদ ১০,২২৭ One quadringenoctotillion
415. পদ্মযোগার্বুদ ১০,২৩০ One quadringennovemtillion
416. রাশার্বুদ ১০,২৩৩ One quadringendecillion
417. সহস্ররাশার্বুদ ১০,২৩৬ One quadringenundecillion
418. নিযুতরাশার্বুদ ১০,২৩৯ One quadringenduodecillion
419. নর্বুদরাশার্বুদ ১০,২৪২ One quadringentredecillion
420. সর্বুদরাশার্বুদ ১০,২৪৫ One quadringenquattuordecillion
421. অব্জরাশার্বুদ ১০,২৪৮ One quadringenquindecillion
422. খর্বরাশার্বুদ ১০,২৫১ One quadringensexdecillion
423. নিখর্বরাশার্বুদ ১০,২৫৪ One quadringenseptendecillion
424. সখর্বরাশার্বুদ ১০,২৫৭ One quadringenoctodecillion
425. পদ্মরাশার্বুদ ১০,২৬০ One quadringennovemdecillion
426. লবার্বুদ ১০,২৬৩ One quadringenvigintillion
427. সহস্রলবার্বুদ ১০,২৬৬ One quadringenunvigintillion
428. নিযুতলবার্বুদ ১০,২৬৯ One quadringenduovigintillion
429. নর্বুদলবার্বুদ ১০,২৭২ One quadringentrevigintillion
430. সর্বুদলবার্বুদ ১০,২৭৫ One quadringenquattuorvigintillion
431. অব্জলবার্বুদ ১০,২৭৮ One quadringenquinvigintillion
432. খর্বলবার্বুদ ১০,২৮১ One quadringensexvigintillion
433. নিখর্বলবার্বুদ ১০,২৮৪ One quadringenseptenvigintillion
434. সখর্বলবার্বুদ ১০,২৮৭ One quadringenoctovigintillion
435. পদ্মলবার্বুদ ১০,২৯০ One quadringennovemvigintillion
436. শঙ্কার্বুদ ১০,২৯৩ One quadringentrigintillion
437. মহাশঙ্কার্বুদ ১০,২৯৬ One quadringenuntrigintillion
438. সহস্রশঙ্কার্বুদ ১০,২৯৯ One quadringenduotrigintillion
439. নিযুতশঙ্কার্বুদ ১০,৩০২ One quadringentretrigintillion
440. নর্বুদশঙ্কার্বুদ ১০,৩০৫ One quadringenquattuortrigintillion
441. সর্বুদশঙ্কার্বুদ ১০,৩০৮ One quadringenquintrigintillion
442. অব্জশঙ্কার্বুদ ১০,৩১১ One quadringensextrigintillion
443. খর্বশঙ্কার্বুদ ১০,৩১৪ One quadringenseptentrigintillion
444. নিখর্বশঙ্কার্বুদ ১০,৩১৭ One quadringenoctotrigintillion
445. সখর্বশঙ্কার্বুদ ১০,৩২০ One quadringennovemtrigintillion
446. পদ্মশঙ্কার্বুদ ১০,৩২৩ One quadringenquadragintillion
447. সমাঙ্কার্বুদ ১০,৩২৬ One quadringenunquadragintillion
448. সহস্রসমাঙ্কার্বুদ ১০,৩২৯ One quadringenduoquadragintillion
449. নিযুতসমাঙ্কার্বুদ ১০,৩৩২ One quadringentrequadragintillion
450. নর্বুদসমাঙ্কার্বুদ ১০,৩৩৫ One quadringenquattuorquadragintillion
451. সর্বুদসমাঙ্কার্বুদ ১০,৩৩৮ One quadringenquinquadragintillion
452. অব্জসমাঙ্কার্বুদ ১০,৩৪১ One quadringensexquadragintillion
453. খর্বসমাঙ্কার্বুদ ১০,৩৪৪ One quadringenseptenquadragintillion
454. নিখর্বসমাঙ্কার্বুদ ১০,৩৪৭ One quadringenoctoquadragintillion
455. সখর্বসমাঙ্কার্বুদ ১০,৩৫০ One quadringennovemquadragintillion
456. পদ্মসমাঙ্কার্বুদ ১০,৩৫৩ One quadringenquinquagintillion
457. সমুদ্রার্বুদ ১০,৩৫৬ One quadringenunquinquagintillion
458. সহস্রসমুদ্রার্বুদ ১০,৩৫৯ One quadringenduoquinquagintillion
459. নিযুতসমুদ্রার্বুদ ১০,৩৬২ One quadringentrequinquagintillion
460. নর্বুদসমুদ্রার্বুদ ১০,৩৬৫ One quadringenquattuorquinquagintillion
461. সর্বুদসমুদ্রার্বুদ ১০,৩৬৮ One quadringenquinquinquagintillion
462. অব্জসমুদ্রার্বুদ ১০,৩৭১ One quadringensexquinquagintillion
463. খর্বসমুদ্রার্বুদ ১০,৩৭৪ One quadringenseptenquinquagintillion
464. নিখর্বসমুদ্রার্বুদ ১০,৩৭৭ One quadringenoctoquinquagintillion
465. সখর্বসমুদ্রার্বুদ ১০,৩৮০ One quadringennovemquinquagintillion
466. পদ্মসমুদ্রার্বুদ ১০,৩৮৩ One quadringensexagintillion
467. সরাটার্বুদ ১০,৩৮৬ One quadringenunsexagintillion
468. সহস্রসরাটার্বুদ ১০,৩৮৯ One quadringenduosexagintillion
469. নিযুতসরাটার্বুদ ১০,৩৯২ One quadringentresexagintillion
470. নর্বুদসরাটার্বুদ ১০,৩৯৫ One quadringenquattuorsexagintillion
471. সর্বুদসরাটার্বুদ ১০,৩৯৮ One quadringenquinsexagintillion
472. অব্জসরাটার্বুদ ১০,৪০১ One quadringensexsexagintillion
473. খর্বসরাটার্বুদ ১০,৪০৪ One quadringenseptensexagintillion
474. নিখর্বসরাটার্বুদ ১০,৪০৭ One quadringenoctosexagintillion
475. সখর্বসরাটার্বুদ ১০,৪১০ One quadringennovemsexagintillion
476. পদ্মসরাটার্বুদ ১০,৪১৩ One quadringenseptuagintillion
477. সরার্ধার্বুদ ১০,৪১৬ One quadringenunseptuagintillion
478. সহস্রসরার্ধার্বুদ ১০,৪১৯ One quadringenduoseptuagintillion
479. নিযুতসরার্ধার্বুদ ১০,৪২২ One quadringentreseptuagintillion
480. নর্বুদসরার্ধার্বুদ ১০,৪২৫ One quadringenquattuorseptuagintillion
481. সর্বুদসরার্ধার্বুদ ১০,৪২৮ One quadringenquinseptuagintillion
482. অব্জসরার্ধার্বুদ ১০,৪৩১ One quadringensexseptuagintillion
483. খর্বসরার্ধার্বুদ ১০,৪৩৪ One quadringenseptenseptuagintillion
484. নিখর্বসরার্ধার্বুদ ১০,৪৩৭ One quadringenoctoseptuagintillion
485. সখর্বসরার্ধার্বুদ ১০,৪৪০ One quadringennovemseptuagintillion
486. পদ্মসরার্ধার্বুদ ১০,৪৪৩ One quadringenoctogintillion
487. সসীমার্বুদ ১০,৪৪৬ One quadringenunoctogintillion
488. সহস্রসসীমার্বুদ ১০,৪৪৯ One quadringenduooctogintillion
489. নিযুতসসীমার্বুদ ১০,৪৫২ One quadringentreoctogintillion
490. নর্বুদসসীমার্বুদ ১০,৪৫৫ One quadringenquattuoroctogintillion
491. সর্বুদসসীমার্বুদ ১০,৪৫৮ One quadringenquinoctogintillion
492. অব্জসসীমার্বুদ ১০,৪৬১ One quadringensexoctogintillion
493. খর্বসসীমার্বুদ ১০,৪৬৪ One quadringenseptenoctogintillion
494. নিখর্বসসীমার্বুদ ১০,৪৬৭ One quadringenoctooctogintillion
495. সখর্বসসীমার্বুদ ১০,৪৭০ One quadringennovemoctogintillion
496. পদ্মসসীমার্বুদ ১০,৪৭৩ One quadringennonagintillion
497. স্তূপার্বুদ ১০,৪৭৬ One quadringenunnonagintillion
498. সহস্রস্তূপার্বুদ ১০,৪৭৯ One quadringenduononagintillion
499. নিযুতস্তূপার্বুদ ১০,৪৮২ One quadringentrenonagintillion
500. নর্বুদস্তূপার্বুদ ১০,৪৮৫ One quadringenquattuornonagintillion
501. সর্বুদস্তূপার্বুদ ১০,৪৮৮ One quadringenquinnonagintillion
502. অব্জস্তূপার্বুদ ১০,৪৯১ One quadringensexnonagintillion
503. খর্বস্তূপার্বুদ ১০,৪৯৪ One quadringenseptennonagintillion
504. নিখর্বস্তূপার্বুদ ১০,৪৯৭ One quadringenoctononagintillion
505. সখর্বস্তূপার্বুদ ১০,৫০০ One quadringennovemnonagintillion
506. পদ্মস্তূপার্বুদ ১০,৫০৩ One quingentillion
507. হরার্বুদ ১০,৫০৬ One quingenuntillion
508. সহস্রহরার্বুদ ১০,৫০৯ One quingenduotillion
509. নিযুতহরার্বুদ ১০,৫১২ One quingentretillion
510. নর্বুদহরার্বুদ ১০,৫১৫ One quingenquattuortillion
511. সর্বুদহরার্বুদ ১০,৫১৮ One quingenquintillion
512. অব্জহরার্বুদ ১০,৫২১ One quingensextillion
513. খর্বহরার্বুদ ১০,৫২৪ One quingenseptentillion
514. নিখর্বহরার্বুদ ১০,৫২৭ One quingenoctotillion
515. সখর্বহরার্বুদ ১০,৫৩০ One quingennovemtillion
516. পদ্মহরার্বুদ ১০,৫৩৩ One quingendecillion
517. হালার্বুদ ১০,৫৩৬ One quingenundecillion
518. সহস্রহালার্বুদ ১০,৫৩৯ One quingenduodecillion
519. নিযুতহালার্বুদ ১০,৫৪২ One quingentredecillion
520. নর্বুদহালার্বুদ ১০,৫৪৫ One quingenquattuordecillion
521. সর্বুদহালার্বুদ ১০,৫৪৮ One quingenquindecillion
522. অব্জহালার্বুদ ১০,৫৫১ One quingensexdecillion
523. খর্বহালার্বুদ ১০,৫৫৪ One quingenseptendecillion
524. নিখর্বহালার্বুদ ১০,৫৫৭ One quingenoctodecillion
525. সখর্বহালার্বুদ ১০,৫৬০ One quingennovemdecillion
526. পদ্মহালার্বুদ ১০,৫৬৩ One quingenvigintillion
527. কৃষ্ণ ১০১০,০০০ Ten 3332-illion

ওপরে যেসব কৃত্রিম বড় সংখ্যা নির্মাণ করা হয়েছে; আশা করি এর দ্বারা এখন থেকে বড় সংখ্যার জন্য আর পশ্চিমা বিশ্বের দ্বারস্থ হতে হবে না। বড় সংখ্যাগুলো অনন্ত বাঙালীর ন্যূনতম চাহিদা পূরণে অবশ্যই কাজে আসবে। আরো অধিক বড় সংখ্যার প্রয়োজন হলে সূত্র দ্বারা নির্মাণ করে ব্যবহার করা যাবে।

(তথ্যসূত্র; আত্মতত্ত্ব ভেদ (৩য় খণ্ড); লেখক; বলন কাঁইজি)

 

তথ্যসূত্র (References)

(Theology's number formula of omniscient theologian lordship Bolon)

১ মূলক সংখ্যা সূত্র (Radical number formula)
"আত্মদর্শনের বিষয়বস্তুর পরিমাণ দ্বারা নতুন মূলক সংখ্যা সৃষ্টি করা যায়।"

রূপক সংখ্যা সূত্র (Metaphors number formula)

২ যোজক সূত্র (Adder formula)
"শ্বরবিজ্ঞানে ভিন্ন ভিন্ন মূলক সংখ্যা-সহগ যোগ করে নতুন যোজক রূপক সংখ্যা সৃষ্টি করা যায়; কিন্তু, গণিতে ভিন্ন ভিন্ন সংখ্যা-সহগ যোগ করে নতুন রূপক সংখ্যা সৃষ্টি করা যায় না।"

৩ গুণক সূত্র (Multiplier formula)
"শ্বরবিজ্ঞানে এক বা একাধিক মূলক-সংখ্যার গুণফল দ্বারা নতুন গুণক রূপক সংখ্যা সৃষ্টি করা যায়; কিন্তু, মূলক সংখ্যার কোন পরিবর্তন হয় না।"

৪ স্থাপক সূত্র (Installer formula)
"শ্বরবিজ্ঞানে; এক বা একাধিক মূলক সংখ্যা ভিন্ন ভিন্ন ভাবে স্থাপন করে নতুন স্থাপক রূপক সংখ্যা সৃষ্টি করা যায়; কিন্তু, মূলক সংখ্যার কোন পরিবর্তন হয় না।"

৫ শূন্যক সূত্র (Zero formula)
"শ্বরবিজ্ঞানে মূলক সংখ্যার ভিতরে ও ডানে শূন্য দিয়ে নতুন শূন্যক রূপক সংখ্যা সৃষ্টি করা যায়; কিন্তু, মূলক সংখ্যার কোন পরিবর্তন হয় না।"

< উৎস
[] উচ্চারণ ও ব্যুৎপত্তির জন্য ব্যবহৃত
() ব্যুৎপত্তির জন্য ব্যবহৃত
> থেকে
√ ধাতু
=> দ্রষ্টব্য
 পদান্তর
:-) লিঙ্গান্তর
 অতএব
× গুণ
+ যোগ
- বিয়োগ
÷ ভাগ

Here, at PrepBootstrap, we offer a great, 70% rate for each seller, regardless of any restrictions, such as volume, date of entry, etc.
There are a number of reasons why you should join us:
  • A great 70% flat rate for your items.
  • Fast response/approval times. Many sites take weeks to process a theme or template. And if it gets rejected, there is another iteration. We have aliminated this, and made the process very fast. It only takes up to 72 hours for a template/theme to get reviewed.
  • We are not an exclusive marketplace. This means that you can sell your items on PrepBootstrap, as well as on any other marketplate, and thus increase your earning potential.

পৌরাণিক চরিত্রায়ন সত্তা সারণী

উপস্থ (শিশ্ন-যোনি) কানাই,(যোনি) কামরস (যৌনরস) বলাই (শিশ্ন) বৈতরণী (যোনিপথ) ভগ (যোনিমুখ) কাম (সঙ্গম) অজ্ঞতা অন্যায় অশান্তি অবিশ্বাসী
অর্ধদ্বার আগধড় উপহার আশ্রম ভৃগু (জরায়ুমুখ) স্ফীতাঙ্গ (স্তন) চন্দ্রচেতনা (যৌনোত্তেজনা) আশীর্বাদ আয়ু ইঙ্গিত ডান
চক্ষু জরায়ু জীবনীশক্তি দেহযন্ত্র উপাসক কিশোরী অতীতকাহিনী জন্ম জ্ঞান তীর্থযাত্রা দেহাংশ
দেহ নর নরদেহ নারী দুগ্ধ কৈশোরকাল উপমা ন্যায় পবিত্রতা পাঁচশতশ্বাস পুরুষ
নাসিকা পঞ্চবায়ু পঞ্চরস পরকিনী নারীদেহ গর্ভকাল গবেষণা প্রকৃতপথ প্রয়াণ বন্ধু বর্তমানজন্ম
পালনকর্তা প্রসাদ প্রেমিক বসন পাছধড় প্রথমপ্রহর চিন্তা বাম বিনয় বিশ্বাসী ব্যর্থতা
বিদ্যুৎ বৃদ্ধা মানুষ মুষ্ক বার্ধক্য মুমুর্ষুতা পুরুষত্ব ভালোবাসা মন মোটাশিরা যৌবন
রজ রজপট্টি রজস্বলা শুক্র মূত্র যৌবনকাল মনোযোগ রজকাল শত্রু শান্তি শুক্রপাত
শুক্রপাতকারী শ্বাস সন্তান সৃষ্টিকর্তা শুক্রধর শেষপ্রহর মূলনীতি সন্তানপালন সপ্তকর্ম স্বভাব হাজারশ্বাস
ADVERTISEMENT
error: Content is protected !!